# সারের নাম / ধরন – NPK Granular + Osmocote( First + Slow Release combo)
# উপাদান – N15:P15:K15
# প্রয়োজন– এটি একটি সম্পূর্ণ ম্যাক্রো উপাদান সম্বলিত ব্যালান্সড কমবো সার । এই দানাদার সার গুলো ৩ ধরনের দানা সমৃদ্ধ, যেখানে এক ধরনের অংশ খুব দ্রুত গোলে যায় ও কিছু অংশ ধীরে ধীরে দীর্ঘদিন থাকে, এতে গাছ তাৎক্ষনিক ভাবে পুষ্টি নিয়ে আবার ধীরে ধীরে পরবর্তী পুষ্টিগ্রহণ করতেথাকে।
এই অসাধারণ মিশ্রন সাথে সকল উপাদানের সমান বণ্টন আপানর গাছেকে সব দিক থেকে পরিপূর্ণ করে তোলে। গাছের পাতা হয় গাড় সবুজ ও উজ্জ্বল, ফুলের পরিমাণ করে বৃদ্ধি , ফুলের কাণ্ড সক্ত ও ফুলের সাইজ বড় করে।
ইনডোর গাছ সহ সকল ফুলের গাছের জন্যের খুবি কার্যকর।
# ব্যবহার করার নিয়ম – এটি একটি দানাদার সার। সাধারণত ক্যাকটাস সাকুলেন্ত এর জন্যে ছোট পটে ১০–২০ টি দানা, অর্কিড /হয়া তে ২০–৩০ টি দানা বা চা চামচের চার ভাগের এক ভাগ, ও অন্যান্য গাছে ৮–১০ ইঞ্চি টবে হাফ চা চামচ হারে গাছের গোরায় ব্যবহার করতে হবে।
2 মাস পড়পড় ব্যবহার করতে হবে।
# সাবধানতা– প্যাকেট খোলার পড়ে অবশ্যই এয়ার টাইট কৌটায় সংরক্ষণকরবেন।পানিতে গুলাবেন না , সারটি গাছের গোরায় ছিটিয়ে বাগেড়েদিবেন।বাচ্চাদের থেকে দূরে রাখুন।