বর্ষা কালে আমাদের অনেকের প্রিয় ক্যাকটাস , সাকুলেন্ত সহ নানা ধরনের গাছ নষ্ট হয়, যার অন্যতম কারণ নিম্নমানের টব।আপনার প্রিয় গাছটির জন্যে অবশ্যই সঠিক পটিং মিডিয়া ও উন্নতমানের সঠিক সাইজের টব দরকার।
বর্ষা কালে এই সকল গাছের জন্যে সব থেকে বড় সমস্যা অতিরিক্ত আদ্রতা। আমরা আপানাদের জন্যে নিয়ে এসেছি মেশ পট যা ৩৬০ ডিগ্রি টবের ভিতরে বাতাস চলাচল করার জন্য বিশেষ ভাবে তৈরি। আর এই বিশেষ ধরনের জন্যে –
- গাছের শীকর সব সময় বাইরের বাতাস পায়
- শীকর গোল না হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ,তাই গাছ হয় স্বাস্থ্যবান।
- মাটির আদ্রতা নিয়ন্ত্রণ করে
- কোন ভাবেই অতিরিক্ত পানি জমেনা।
- বিশেষ উপাদানে তৈরি বলে গরমে বা রোদে ক্ষতিকারক কেমিক্যাল ছাড়েনা
- ১০বছরপর্যন্ত বাইরে ব্যবহার করা যাবে।