# সারের নাম / ধরন – অর্কিড/হয়া রেডি মিডিয়া
# উপাদান – Light weight Lava Rock + Pine Bark
# প্রয়োজন– খুব হাল্কা ওজনের আগ্নেয়গিরির পাথর ও গাছর বাকল ব্যবহার করে অর্কিড বা হয়া গাছের জন্যে তৈরি করা হয়েছে এই মিডিয়া । গাছের মিডিয়া তৈরির সময় এই বাকল ব্যবহারে গাছের স্বাস্থ্য ভালো হয়, গাছের প্রয়জনিয় পুষ্টি সরবরাহ করে সাথে লাভা রক গাছের শীকরকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে , এই বিশেষ পাথর গুলোর মাঝে ফাঁকা জাগা থাকার কারণে ভিতরে অক্সিজেন জমা থাকে যা শিকরকে বাড়তে সাহায্য করে। এছারাও মিডিয়া আদ্রতা নিয়ন্ত্রণ করে।
# ব্যবহার করার নিয়ম – সধারন অর্কিড এর জন্যে নারিকেল চিপ এর সাথে অর্ধেক পরিমাণ এয়ই মিডিয়া ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনি শতভাগ এইমিডিয়াতে সরাসরি গাছ লাগাতে পারেন।