# সারের নাম / ধরন – Ceramsite/ Leca
# প্রয়োজন– খুব হাল্কা ওজনের অতি উত্তাপে তৈরি এক ধরনের বলের মত উপাদান যা যেকোন ধরনের গাছের মিডিয়াতে ব্যবহারে গাছের সুস্বাস্থ্য নিশ্চিতকরে।এই উপাদান খুব ভালো ভাবে পানি ও সার গ্রহণ করে জমা রাখে যা পরবর্তীতে গাছের শিকরে পয়জন অনুযায়ী সরবরাহ করে।যখন মাটিতে পানি কমে যায় তখন এই বল গুলোর ভিতরে ফাঁকা স্থানগুলো বাতাসে ভোরে থাকে এবং শিকরে বাতাস চলাচলে সাহায্য করে।যখন মাটিতে অতিরিক্ত পানি হয়ে যায় তখন এরা মাটির অতিরিক্ত পানি ফাঁকা জাগায় নিয়ে জমা রাখে এবং মাটির আদ্রতা নিয়ন্ত্রণ করে।এটি একটি অসাধারণ উপকরণ গাছের মাটির জন্যে, এছারাও আপানর গাছের উপরভাগে এটা ব্যবহার করতে পারবেন।
# ব্যবহার করার নিয়ম – মাটির সাথে মিক্সেদ করে অথবা গাছের মাটির উপরিভাগে ব্যবহার করা যায় । ইনডোর , ফ্লাওার অর্কিড হয়া সহ সকল গাছেব্যবহার করা যায়।
# সাবধানতা– প্যাকেট খোলার পড়ে অবশ্যই এয়ার টাইট কৌটায় সংরক্ষণ করবেন